Location: Kolkata Posted on: 4/21/2024 6:13:23 AM
এখনকার ছেলেমেয়েরা কখনো কোনদিন জানতে বা অনুভব করতেই পারবে না যে আগেকার দিনে গরমকালের সন্ধ্যাবেলায় ছাদে মাদুর পেতে বিশ্রাম নেওয়া এখনকার A.C. ঘরে বসে আরাম করার থেকে কত গুণ সুখকর ও মধুর ছিল। আমার ও সেই ছোটো বেলার কথা মনে পড়ে গেলো। #memory #childhood