Location: Ranaghat Posted on: 1/23/2026 5:05:38 AM

আজ ২৩শে জানুয়ারি সুভাষচন্দ্র বসু আজকের দিনে কটকে ১৮৯৭ সালে জন্মগ্রহণ করেন, জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি। ভারতের স্বাধীনত সংগ্রামের ইতিহাসে এক চিরস্মরনীয় কিংবদন্তী নেতা। তিনি নেতাজী নামে সমধিক পরিচিত। মহাত্মা গান্ধীর সঙ্গে আদর্শগত সংঘাতে তাকে কংগ্রেস দল থেকে পদত্যাগ করতে হয়। আজাদ হিন্দ ফৌজ পুনর্গঠন করে ১৯৪৪ সালে মার্চে ইম্ফল ও কোহিমায় স্বাধীন ভারতের পতাকা উত্তোলন করেন। Jai Hind...