My father...

Location: Raghunathpur Posted on: 10/4/2024 5:53:34 PM

image

দেখতে দেখতে ২o টা বছর হয়ে গেলো তুমি চলে গেলে বাবু। আজ ও সেই সকাল টার কথা মনে পরে। আজ খুব মনে পড়ছিল আমার গার্ডিয়ান কল হতো আর তুমি আমায় বকতে বকতে South Point School এ নিয়ে যেতে। তুমি চেয়ে ছিলে আমি ডাক্তার বা ইঞ্জিনিয়ার হই। তুমি শিক্ষক হিসাব এ কত বকে ছিলে সেই সময়। যাক আজ এই কুড়ি বছর এ তোমার অনেক স্বপ্নই পূরণ করতে পেরেছি। যাক তুমি যেখানেই থাকো ভালো থেকো বাবু।

BACK LIKE COMMENT